বৈষ্ণব নগর

আম বাগান থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত মৃতদেহ, চাঞ্চল্য কালিয়াচকে

বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আম বাগানে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো শুক্রবার মালদা জেলার কালিয়াচক থানার মোহাম্মদপুর টায়ার মোড় এলাকায়। পরিবার স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই যুবকের নাম দারুল ইসলাম, বয়স ৩৫ বছর। পরিবারে রয়েছে স্ত্রী রোশনারা বিবি, এক ছেলে ও দুই মেয়ে। দারুল ইসলাম পেশায় একজন দর্জি মিস্ত্রি। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় তিনি বাড়ি থেকে মোটরবাইক নিয়ে ঘুরতে বেড়ান। এরপর আর সারারাত বাড়ি ফেরেননি। আজ সকালে স্থানীয়রা দেখতে পান আম বাগানে তার রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। মৃতদেহের পাশেই পড়ে রয়েছে তার মোটরবাইক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। 

এই বিষয়ে মৃতের স্ত্রী রোশনারা বিবি জানান, গতকাল সন্ধ্যায় তার স্বামীকে কে বা কারা ফোন করে তারপরে সে মোটর বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সারারাত বাড়ি ফেরে না তার স্বামী। আজ সকালে পুলিশ মারফত খবর পান তার স্বামীর মৃতদেহ পড়ে রয়েছে আম বাগানে। তার অনুমান কেউ বা কারা তার স্বামীকে ফোন করে ডেকে খুন করেছে। তিনি চান অবিলম্বে পুলিশ দোষীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করুক। যদিও গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ