সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা সারলো ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। সোমবার দুপুরে মালদহের চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষের বাসভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে শারীরিক অসুস্থতার কারনে উপস্থিত হতে পারেননি চাঁচল-১ নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি শেখ আফসার আলী। বিধায়ক নীহাররঞ্জন ঘোষ উদ্যোগী হয়ে সভার আয়োজন করেন। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন, চাঁচল-১ নং ব্লক তৃণমূল কমিটির সহ-সভাপতি অমিতেষ পাণ্ডে, রেজাউল খাঁন ও দেবজিৎ রায় চৌধুরী সহ দলীয় নেতা ও কর্মীরা।
ওই সভায় আগামী নতুন বছর অর্থাৎ ২০২৩ সালের ১ লা জানুয়ারী সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালনের বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সাংগঠনিক বিষয়গুলি নিয়েও নেতৃবর্গ আলোচনা করেন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, চাঁচলের নেতাজি মোড়ে ওই দিন সকালে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ২৫ তম প্রতিষ্ঠা দিবসের শুভ সূচনা করা হবে। পাশাপাশি বেশ কিছু জনকল্যাণ মূলক কর্মসূচিও পালন করাও হবে। চাঁচলের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল বিতরণ কর্মসূচি ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিলি করা হবে দলের পক্ষ থেকে।
চাঁচলের বিধায়ক নীহাররঞ্জ ঘোষ বলেন, বিধানসভা এলাকার সবকটি অঞ্চলে দলীয় পতাকা উত্তোলন করা হবে। তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে অঞ্চল সভাপতিদের।