কেক কেটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করল তৃণমূল। আইহো বাসস্ট্যান্ডের তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে জন্মদিন পালন করে সংগঠনের কর্মকর্তারা।
এদিন সকালে কেক কেটে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কেক খাওয়ানো হয়। পরে সাধারণ মানুষের মধ্যে কেক বিতরণ করা হয়। এছাড়াও জন্মদিন উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে সচেতন বার্তা দিতে প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি উজ্জ্বল মিশ্র, হবিবপুর পঞ্চায়েত সমিতির সদস্য সুমিতা সাহা, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি অমৃত হালদার সহ আরও অনেকেই।