সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করল গাজোল ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও গাজোল ব্লক তৃণমূল ছাত্র পরিষদ।
গাজোল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় ও গাজোল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে গাজোলের বিদ্রোহী মোরে সর্বসাধারণের জন্য জলখাবারের আয়োজন করা হয়। পাশাপাশি গাজোল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এই দিন গাজোল স্টেট জেনারেল হাসপাতালে রোগীদেরকে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। প্রথমে তারা গাজোল মহাবিদ্যালয়ে অভিষেক ব্যানার্জীর ছবির সামনে কেক কেটে সর্বসাধারণকে খাওয়ানো হয়।