চাঁচল ব্লকের মহানন্দা নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় পালিত হল ছট পুজো। এদিন এই ছট পুজোকে ঘিরে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।
গোধূলি লগ্নে জলে নেমে সূর্য দেবকে অর্ঘ্য অর্পণ করে ছট ব্রত করলেন মালদহ জেলার চাঁচল ব্লকের কয়েকহাজার পুণ্যার্থীরা। বৃহস্পতিবার বিকেল থেকে চাঁচলের সুইমিং পুল সহ বিভিন্ন ঘাটে ঢল নামে ভক্তদের। ঢাকের বাদ্যি ও ডালা নিয়ে ঘাটে নেমে সূর্য দেবের আরাধনায় ব্রতী হন ভক্তরা। ছট উপলক্ষে সুইমিং পুল ঘাটে আলো ও অস্থায়ী ঘরের ব্যবস্থা করা হয়।
এদিকে চাঁচল ২ নং ব্লকের মহানন্দা নদীতে পুরাতন খানপুর ঘাটে ছট পালন করা হয়। সেখানে উত্তর দিনাজপুরের জয়হাট ও পুরাতন খানপুর একই ঘাটে ছটের আয়োজন করা হয়। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা ভেবে ঘাটে ঘাটে মোতায়েন ছিল পুলিশ। তৎপর ছিল বিপর্যয় মোকাবেলা বাহিনীও।