চাঁচল

চাঁচলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৩৭ তম জন্মদিন উদযাপন

 

বৃহস্পতিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৩৭ তম জন্মদিন। আর এই উপলক্ষে রোগীর খাবারের ব্যবস্থা করল যুব তৃণমূল নেতৃত্ব।

    এদিন যুব নেতার জন্মদিন উপলক্ষে সামাজিক কর্মসূচির উদ্যোগ নেয় মালদহ জেলা তৃণমূল যুব কংগ্রেস। বৃহস্পতিবার চাঁচল ১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় রোগীর পরিজনদের জন্য আহারের ব্যবস্থা করা হয়। এদিন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের বাইরে শিবির করে প্রায় পাঁচ শতাধিক মানুষদের হাতে খাওয়ার তুলে দেয় তৃণমূল যুব কর্মীরা। সেখানে উপস্থিত হয়েছিলেন মালদহ জেলা পরিষদের প্রাক্তন সদস্য মোহাম্মদ সামিউল ইসলাম, চাঁচল ১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আফাজুদ্দিন আহমেদ, যুব নেতা গোলাম মোস্তফা, তানিয়ার আরশাদ সহ ব্লক ও অঞ্চলের যুব কর্মীরা।

 

    পাশাপাশি, ৩ কেজির কেক কেটে যুবনেতা তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মদিন পালন করল তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার চাঁচল সদরের নেতাজি মোড়ে এই কর্মসূচিতে হাজির ছিলেন মালদহ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকার। উপস্থিত ছিলেন চাঁচল কলেজ টিএমসিপি ইউনিটের সভাপতি নাসিমুল হক সহ টিএমসিপির সদস্যরা। কেক কাটার পরে তা সাধারণ মানুষের মধ্যে বিলি করা হয়। এই উপলক্ষে শতাধিক দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি পথ চলতি মানুষদের হাতে গাছের চারাও বিলি করা হয়।