৩৭ টি চোরাই মোবাইল সহ এক যুবককে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। বুধবার ধৃত যুবককে কোর্টে পেশ করা হয়েছে।
জানা যায়, ধৃত যুবকের নাম শাজাহান আলি, বাড়ি কালিয়াচক থানার জালালপুরের খরিয়াডোবা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ হানা দেয় জালালপুর বাস স্ট্যান্ড এলাকায়। সেখান থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন কোম্পানির প্রায় ৩৭ টি অ্যান্ড্রোয়েড ফোন। ধৃতকে বুধবার আদালতে পেশ করেছে পুলিশ।