বৃহস্পতিবার পালিত হবে ছট পুজো। আর এই ছট পুজো উপলক্ষে মেতে উঠবে বিহারী থেকে বাঙালী সকলেই। তাইতো এদিন হিন্দিভাষী সমাজের প্রতিটি বাড়িতে ছট উপলক্ষে চলছে জোর কদমের প্রস্তুতি।
প্রতিবছর কালীপূজোর ছয় দিন পরে এই ছট পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। এই ছট পুজো উপলক্ষে নির্জলা উপাস করে থাকেন মহিলারা। মূলত এই ছট পুজো, সূর্য দেবতার পুজো হয়ে থাকে। প্রথম দিন নাই খায়, দ্বিতীয় দিন সূর্য অস্ত যাওয়ার অর্ঘ্য ও শেষ দিন সকাল বেলার সূর্য দেবতার অর্ঘ্য দিয়ে এই ছট পুজো সম্পন্ন করে থাকেন বিহারী সম্প্রদায়ের মহিলারা। এই ছট পুজোয় নিজের সন্তানদের ও পরিবারের মঙ্গল কামনা করার জন্য পুজো করে থাকেন তারা। ছট পুজোর জন্য সকাল থেকে ঠেকুয়া থেকে শুরু করে, বিভিন্ন সরঞ্জাম তৈরিতে ব্যস্ত পরিবারের সদস্যরা। ফলমূল সহ ডালা সাজিয়ে ঘাটের উদ্দেশ্য আর কিছুক্ষণ পরে রওনা দেবেন ছট ভক্তরা।