ছট পুজো উপলক্ষে মহানন্দা নদীর বিভিন্ন ঘাটে উপচে পড়ল ভক্তদের ভিড়। বৃহস্পতিবার বিকেলে এমনই দৃশ্য ধরা পড়ল পুরাতন মালদার মহানন্দা নদী ঘাট সংলগ্ন বিভিন্ন এলাকায়।
জানা যায়, পুরাতন মালদার বিভিন্ন এলাকার এমনকি ইংলিশ বাজার শহর থেকেও ভক্তরা তাদের মানত করা ডালা কুলা সঙ্গে করে এই মহানন্দা নদীর ঘাটে নিয়ে আসে। অনেক ভক্তকে রাস্তায় দাগ কেটে কেটে বহু কষ্টের মধ্যে নদী ঘাটে আসতে দেখা যায়। নদী ঘাটে নেমে ছট ভক্তরা সূর্যের দিকে মুখ করে সূর্য দেবতার কাছে আরাধনা করেন। চলে সূর্য দেবতার আরাধনা ও পুজো-অর্চনা, তবে এবছর মহানন্দা নদীতে জলের গভীরতা বেশি থাকায় মালদা জেলা পুলিশ প্রশাসন এবং পুরাতন মালদা পৌরসভা প্রশাসন যৌথভাবে সজাগ থাকতে দেখা যায়। যাতে কোন রকম ভাবে ছট ভক্তরা অসুবিধায় না পড়ে। নদীর ঘাটে বাঁশের ব্যারিকেড করে লাল ফিতে দিয়ে চিহ্নিত করা হয়েছে যাতে ছট ভক্তরা ওই বাঁশের ব্যারিকেড অতিক্রম না করে। শুধু তাই নয় তৎসহ নদীতে স্পিডবোট মোতায়েম রাখা হয়েছে। সেই সঙ্গে ড্রোন ও সিসি ক্যামেরার মাধ্যমে ঘাট গুলোতে নজরদারি চালানো হয়। এদিকে ছট পুজো উপলক্ষে পুরাতন মালদার মহানন্দা নদীর বিভিন্ন ঘাটে তদারকি করতে দেখা গেল পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষকে।