গাজোল

জোর কদমে পঞ্চমুখী কালী পুজোর প্রস্তুতি

 

গাজোলের পঞ্চমুখী কালী মালদা সহ উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর বাসীদের কাছে খুব পরিচিত নাম। এ পুজোর দিন প্রায় ১০ থেকে ১২০০০ ভোগ দিয়ে থাকেন ভক্তরা। যা এই অঞ্চলের সেরা পুজোর মধ্যে অন্যতম।

    এই পঞ্চমুখী কালী মালদা-দক্ষিণ দিনাজপুর ৫১২ নং জাতীয় সড়কের পাশে পঞ্চমুখী এলাকায় অবস্থিত। এই পঞ্চমুখী কালী পুজোর পুরোহিত স্বপন মিশ্র বলেন ৫১২ নং জাতীয় সড়কে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই পুজোর সূচনা করেছিল। প্রথমে খোলা আকাশের নিচে একটি বেদীতে মায়ের পুজো অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় লোকজনদের উদ্যোগে এই পুজো ব্যাপক আকারে অনুষ্ঠিত হয়। মা খুব জাগ্রত। মা সকল ভক্তদের মনের বাসনা পূর্ণ করেন।