মঙ্গলবার বিকেলে পুরাতন মালদা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বিজয়া সম্মিলনী ও শারদ সম্মান উৎসব অনুষ্ঠিত হলো পুরাতন মালদার সাহাপুর হাইস্কুলে।
এদিনের এই শারদ সম্মান অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী, ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা জেলা আইএনটিইউসি-র জেলা সভাপতি শুভদীপ সান্যাল, মালদা যুব সভাপতি বিশ্বজিৎ মন্ডল, পুরাতন মালদা তৃণমূলের ব্লক সভাপতি রবিন দাস, ইংরেজ বাজার পৌরসভার কাউন্সিলর দুলাল সরকার সহ পুরাতন মালদা ব্লক তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের এই সম্মেলনে ও শরৎ সম্মান অনুষ্ঠান মঞ্চে পুরাতন মালদা ব্লকের ১০৬ টি পুজো উদ্যোক্তাদের হাতে শারদ সম্মান তুলে দেওয়া হয়। পাশাপাশি এই শারদ সম্মান অনুষ্ঠান মঞ্চে কিছু কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করে এবং দলত্যাগীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলা তৃণমূল নেতৃত্ব।