বয়স্ক মানুষদের বিভিন্ন সময়ে ব্যঙ্কে গিয়ে লাইনে দারাতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সেই কারনে জাতীয় সহায়তা প্রকল্পের অধীনে ভাতা প্রাপ্যকদের জন্য এবার সচিত্র পরিচয় পত্র তৈরীর সিদ্ধান্ত সরকারের। এই সিদ্ধান্ত অনুসারে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার অধীনে থাকা উপভোক্তাদের ছবি তোলা ও তথ্য নথি ভুক্তের কাজ শুরু হয়েছে। বাধক্য ভাতা ,বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পেয়ে আসছেন এমন সমস্ত উপভোক্তাদের সচিত্র পরিচয় তৈরী হবে। জানাজায় অনেকটা ভোটার কার্ডের মতো দেখতে এই পরিচয় পত্রে উপভোক্তার বর্তমান ছবি থাকবে। এর সঙ্গে থাকবে উপভোক্তার আধার অথবা ভোটার কার্ডের তথ্য এবং যে ব্যাঙ্কে অ্যাকাউন্টের মাধ্যমে ভাতার টাকা তোলা হয় তার থাকবে বিবরণ। রাজ্য সরকারের নির্দেশে এন এস পি প্রকল্পের অধিনে তিন ধরনের উপভোক্তাদের এই পরিচয় পত্র দেওয়া হবে। এই পরিচয় পত্র দেওয়ার মূল্যে অবশ্য রয়েছে ভাতা নিয়ে জালিয়াতি আটকানো। জানাজায় কালিয়াগঞ্জ পুরসভার মধ্যে তিন হাজারের বেশী উপভোক্তা জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের বার্ধক্য,বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রাপক হিসাবে আছেন। নিজ নিজ ওয়ার্ডে উৎসাহ সহকারে লাইনে দাঁড়িয়ে ফটো তুলছেন সকলে।
এই বিষয়ে পুরপতি কার্তিক পাল বলেন প্রতিটি ব্যাঙ্কে সমস্যা হচ্ছে যারা ভাতা পায়,যেমন বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা পায় ব্যাঙ্কে গিয়ে তাদের লম্বা লাইনে দারাতে হয় এবং যারা ভাতা প্রাপক তাদের কোন সচিত্র পরিচয় না থাকায় জালিয়াতি হতে পারে। সেই কারনে এই সচিত্র পরিচয় পত্রের ছবি তোলার কাজ শুরু হয়েছে পুরসভার ১৭টি ওয়ার্ডে। প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন দিনে তোলা হবে ছবি। এতে করে এক দিকে জালিয়াতি আটকানো যাবে এবং ভাতা প্রাপকদের লম্বা লাইনে দারাতে হবে না।
উত্তরদিনাজপুর