উত্তরদিনাজপুর

মন্দির চত্বরে থাকা গাছ বেয়াইনি ভাবে কাটার অভিযোগ উঠল এক ব্যাক্তির বিরুদ্ধে

উত্তর দিনাজপুর জেলা কালিয়গঞ্জ শিব বাড়ি এলাকায় শিব মন্দির চত্বরে টেপা সোরেন নামে এলাকার এক প্রতিবেশী বেয়াইনি ভাবে গাছ কাটার অভিযোগ করেন শিব মন্দির কমিটির সদস্য ও এলাকার বাসিন্দারা।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়গঞ্জ শিববাড়ি এলাকার শিব মন্দির এলাকায়। এই বিষয়ে গ্রাম বাসিরা একত্রিত হয়ে পঞ্চায়েত সমিতির বিডিও, থানা ও জেলার বন বিভাগের আধিকারিকে লিখিত অভিযোগ করা হয়। মন্দির কমিটি কশাধক্ষ্য অসিম দেবশর্মা জানান দীর্ঘ দিন ধরে আমরা দেবত্ত সম্পতি রক্ষা করে আসছি। তাই বেয়াইনি ভাবে গাছ কাটায় অভিযোগ করে টেপা সোরেন বিরুদ্ধে শাস্তি চেয়েছে গ্রামবাসীরা। বর্তমানে টেপা সোরেন পালতক। এখন দেখার বিষয় প্রশান কি ব্যাবস্থা নিছেন। 

           বিডিও মহম্মদ জাকারিয়া জানা আমি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়া হবে।