মালদা

পিচ রাস্তা মাটির রাস্তায় পরিণত হওয়ায়, রাস্তায় ইলেকট্রিক পোল ফেলে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা

প্রধান মন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে তৈরি হয়েছিল পুরাতন মালদার দক্ষিণ ভাটরা গ্রামের পিচ রাস্তাটি। গ্রামবাসীদের অভিযোগ গ্রাম থেকে মাটি বোঝায় করে ট্রাক্টর ও ডাম্পার অন্যত্র নিয়ে যায়। আর সেই সময় গাড়ির চাকায় লেগে যায় মাটি। আর পিচ রাস্তার উপর দিয়ে যাবার সময় সেই মাটি রাস্তায় জমা হয়ে পরে। দীর্ঘদিন ধরে এই ভাবে চলার ফলে রাস্তায় মাটির ৩-৪ ইঞ্চি মোটা স্তর পরে গেছে।ফলে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে এটা পিচের রাস্তা না মাটির রাস্তা। সামান্য একটু বৃষ্টি হলে রাস্তা দিয়ে হাটা যায়।সাইকেল বা অন্য কিছু তো দুরে থাক পায়ে হেঁটে রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না। রাস্তা ঠিক করার এবং মাটি নিয়ে যাওয়া সমস্ত গাড়ি বন্ধ করার দাবিতে সমস্ত গ্রামবাসী আজ সকালে পথে নামে। বুধবার ওই রাস্তায় ইলেকট্রিক পোল ফেলে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তাদের দাবি মানা না হলে আগামীতে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানা যায়।