উত্তরদিনাজপুর

সামাজিক সুরক্ষা যোজনা" প্রকল্পের সামাজিক সচেতনতা বাড়াতে বৈঠক শ্রমিক দপ্তরের আধিকারিকদের

অসংগঠিত শ্রমিকদের উন্নতিকল্পে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত কিছু সামাজিক সুরক্ষা প্রকল্প চালু আছে। শ্রম দপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে ভবিষ্যনিধি প্রকল্প, স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প, নির্মাণ কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্প, পরিবহন কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্প, বিড়ি শ্রমিক কল্যাণ প্রকল্প এই সমস্ত প্রকল্পগুলি থেকে যে অনুদান দেওয়া হয় সেগুলির পরিমাণ এবং তা পাবার জন্য যোগ্যতার মাপকাঠি এক একটি প্রকল্পে এক এক রকমের। অনুদানের ধরন গুলিও আবার সব প্রকল্পে সামঞ্জস্যপূর্ণ নয়। স্বল্প শিক্ষিত শ্রমিকদের কাছে সহজ ও বোধগম্য করে তোলার জন্য, এগুলিকে একত্র করে একটিই মাত্র প্রকল্পে পরিণত করে, সকল শ্রমিককে সমান সুবিধা দেবার উদ্দেশে 01.04.2017থেকে "সামাজিক সুরক্ষা যোজনা"2017 সমগ্র পশ্চিমবঙ্গে চালু করা হয়েছে।  

         শ্রমিক দপ্তরের এক আধিকারিক জানান, "সামাজিক সুরক্ষা যোজনা" যে প্রকল্প রয়েছে তা নিয়ে সামাজিক সচেতনতা বাড়ানো। এই বিষয় নিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ, জেলার প্রতিনিধি সবার মধ্যে দিয়ে এই বার্তা দেওয়া হচ্ছে।সাধারন মানুষ আঞ্চলিক অফিসে গিয়েও এই সম্পর্কে জানতে পারেন ও এর সুবিধা নিতে পারবে বলে জানান তিনি।এই নিয়ে এদিন একটি আলোচনা সভা করা হয়।