উত্তরদিনাজপুর

দিদির কবরে বাতি দিতে গিয়ে দিদির কান্না শুনতে পেল ভাই। আর সেই কান্না শুনেই বিপত্তি

গর্ভবতী মহিলার মৃত্যু ঘিরে রহস্য। কবর থেকে মৃত দিদির কান্না শুনতে পেল ভাই আর এরপরেই বিপত্তি। জীবন্ত দেহকে কবর দেওয়া হয়েছে এমনি অভিযোগ রায়গঞ্জের ৯ নম্বর গৌড়ি গ্রামপঞ্চায়েতের নুরিপুর এলাকার গ্রামবাসীদের। কবরে কাঁদছে মৃতদেহ, তাও সদ্য রবিবার মারা যাওয়া মহিলার মৃতদেহ। তাই গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় কবর থেকে মৃতদেহ বের করার। বের করার পর মৃতদেহে ছিল প্রাণ, দাবী গ্রামবাসীদের। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ আসতে দেরী করায় "মৃতদেহ" ফের মরে যায় বলে অভিযোগ। সকাল ১০ টায় থেকে ওই কবর থেকে বের করা দেহটি পরে থেকে থেকে আবার দেহটি মরে যায় বলে অভিযোগ। এরপরেই ক্ষোভ বাড়তে থাকে গ্রামে।উঠেছে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ।

         জানা যায়, মৃত মহিলার নাম সাকিনা খাতুন। গত রবিবার গর্ভবতী সাকিনা চিকিৎসা চলাকালীন মারা যায়। সেই মৃতদেহ মাটি দেওয়া হয় রবিবারেই। সেই কবরে সাকিনার ভাই বাতি দিতে গিয়ে কবরের ভিতর থেকে তার দিদির কান্না শুনতে পায়।আর সেই কান্না শুনেই এত বিপত্তি। পরে রাতে পুলিশ গিয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসে।