বিচারাধীন তিন জন বন্দী পলাতক। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল তারা। মেডিক্যাল কলেজ হাসপাতালের জানলার শিঁক ভেঙে পালিয়ে যায় বন্দীরা বলে জানা যায়। ঘটনা ঘিরে চাঞ্চল্য।তদন্তে পুলিশ। পলাতক বন্দীরা হল ঝন্টু মহলদার জারজেস টুডু। এদের মধ্যে জারজেস খুনের মামলায় ধৃত। এর বাড়ি মালদার গাজোল থানা এলাকায়।
জানা গিয়েছে শাররীক অসুস্থতার কারনে তিন বন্দী বেশ কিছুদিন ধরে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেলে চিকিৎসাধীন ছিল। এদিন গভীররাতে বাথরুম যায় ওই বন্দীরা। এরপর দীর্ঘক্ষন বাইরে না আসলে দরজায় ধাক্কা মেরে দেখতে পায় তিন বন্দী পলাতক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে মালদার বাসস্ট্যান্ড, স্টেশন ও শহরের বিভিন্ন জায়গায় তল্লীশ শুরু করেছে পুলিশ। বন্দী পালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে।
শনিবার সকালে ইংরেজবাজার ও গাজোল থানার যৌথ প্রয়াসে তিন বন্দীকে পুনরায় গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে একজনকে গাজোল থেকে ও দুই জনকে ইংরেজবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ।