কালীপুজোর ঠিক আগের মুহূর্তে এলাকাবাসীর দাবি মতো মালদা জেলা পরিষদের সদস্য নাইকি হাঁসদার প্রচেষ্টায় একটি নবনির্মিত টয়লেটের উদ্বোধন হয়ে গেল মঙ্গলবার।
এদিনের এই টয়লেট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য নাইকি হাঁসদা, তৃণমূলের মহিলা নেত্রী মৃণালিনী মন্ডল মাইতি, বিশিষ্ট সমাজ সেবী রঞ্জন লোহার সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা। এই ঝাঁ চকচকে টয়লেটের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাইকি হাঁসদা। তিনি জানান, এই রঞ্জকালি মন্দির কমিটির উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন একটি টয়লেটের জন্য। তাই তাদের দাবিকে প্রাধান্য দিয়ে, ৫ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে টয়লেটটি নির্মাণ করা হয়।