গ্রামের সম্পূর্ণ নিকাশি ব্যবস্থার কাজ একসাথে করতে হবে প্রশাসনকে। সামান্য সামান্য করে ড্রেন করে আরো বিপত্তি ঘটছে গ্রামে। এমনই অভিযোগ তুলে সরব মানিকচক ব্লকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চৌধুরী পাড়া এলাকার মানুষজন। গ্রামবাসীদের অভিযোগ মথুরাপুর পঞ্চায়েত থেকে ৯০,০০০ টাকা পেয়ে ২০ মিটার লম্বা ড্রেন তৈরি করা হচ্ছে। যাতে গ্রামের নিকাশী ব্যবস্থার সমস্যা সমাধান হবে না। সম্পূর্ণ ড্রেন একসাথে করতে হবে পঞ্চায়েত কর্তৃপক্ষকে, না হলে যে নির্মাণের কাজ চলছে তা আপাতত বন্ধ করবেন গ্রামবাসীরা।
গ্রামবাসীদের অভিযোগ ছোট ছোট ড্রেন করে জল নিকাশি ব্যবস্থার আরও সমস্যা হচ্ছে রাস্তায়। প্রশাসন একসাথে সম্পূর্ণ ড্রেন করুক এমনই দাবি রেখেছেন এলাকার মানুষজন।
যদিও এই ব্যাপারে প্রকাশ্যে মথুরাপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ কিছু বলতে চাইনি। মানিকচক ব্লক প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।