আদিবাসী সংগঠনের ডাকা ভারত বনধের সমর্থনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল মালদহের বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায়। মোট নয় দফা দাবিতে বন্ধের সমর্থনে বিক্ষোভ দেখায় আদিবাসীরা।
বুধবার দুপুর নাগাদ আদিবাসী সংগঠনের কর্মী সমর্থকরা প্রথমে একটি মিছিল বের করে। এরপর বিভিন্ন এলাকা পরিক্রমা করে পাকুয়াহাট বাসস্ট্যান্ড এলাকায় এসে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভের ফলে অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বামনগোলা থানার বিশাল পুলিশ বাহিনী।