কালিয়াচক

পুরাতন মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন ১ সাইকেল আরোহী

বৃহস্পতিবার রাত্রে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল চালকের। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড় এলাকায়। যদিও প্রথমে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।তবে কিছুক্ষণের মধ্যেই মালদা থানার পুলিশের তৎপরতায় দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিচয় জানা যায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম সুনীল পাল (৩৩), বাড়ি পুরাতন মালদার দশ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ী ওল্ড মালদা রোডে। পেশায় তিনি সাইকেল সারানোর মিস্ত্রি ছিলেন। এই দুর্ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

স্থানীয়দের অভিযোগ, স্টেট ব্যাংকের কাছে একটি অ্যাম্বুলেন্স প্যাসেঞ্জার নিয়ে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে অ্যাম্বুলেন্সের চালক দরজা খোলায় সাইকেল চালকের ধাক্কা লাগে দরজায়। এরফলে তিনি রাস্তার ডানদিকে ছিটকে পড়ে যান। তৎক্ষণাৎ একটি বেসরকারি বাস এসে তাকে পিষে দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই  মৃত্যু হয় ওই সাইকেল চালকের। 

ঘটনায় উত্তেজিত জনতারা ওই অ্যাম্বুলেন্সে ভাংচুর চালায়। পরে মালদা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।