ইংরেজ বাজার

পুলিশ প্রশাসনের নজরদারিতে পালিত হল ছট

 

ছট পুজো উপলক্ষে ইংরেজ বাজার ব্লকের মহানন্দা নদীর বিভিন্ন ঘাটে উপচে পড়ল ভক্তদের ভিড়। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত ছট পুজোকে ঘিরে মহানন্দা নদী ঘাট সংলগ্ন বিভিন্ন এলাকায় পরিদর্শন করল পুলিশ প্রশাসনের আধিকারিকরা।

    ইংলিশ বাজার শহর থেকে প্রচুর ভক্তরা তাদের মানত করা ডালা কুলা সঙ্গে করে এই মহানন্দা নদীর ঘাটে নিয়ে আসে। নদী ঘাটে নেমে ছট ভক্তরা সূর্যের দিকে মুখ করে সূর্য দেবতার কাছে আরাধনা ও পুজো-অর্চনা করেন। তবে এবছর মহানন্দা নদীতে জলের গভীরতা বেশি থাকায় মালদা জেলা পুলিশ প্রশাসনকে সজাগ থাকতে দেখা যায়। যাতে কোন রকম ভাবে ছট ভক্তরা অসুবিধায় না পড়ে। সেই কারণে পুজো চলাকালীন নদী সংলগ্ন ঘাট পরিদর্শন করেন আধিকারিকরা।