বড়দিনের উৎসবের প্রস্তুতি শুরু করে দিলো পুরাতন মালদার সান্থোর চার্চ কর্তৃপক্ষ। পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতে রয়েছে সান্থোর চার্চটি। বড়দিনের উৎসবে এই চার্চে শতাধিক মানুষেরা ভীড় করেন। রং এবং আলোক শয্যায় সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। বড়দিনের দিন রয়েছে নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন।
যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে ২৫ ডিসেম্বর বড়দিনের উৎসবে এই চার্চে শিশুদের নিয়েও নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি চলবে বিভিন্ন ধরনের অঙ্কন প্রতিযোগিতা ও খেলাধুলা।
সংশ্লিষ্ট চার্চের ফাদার ভীম সেন্ট বাস্কে জানিয়েছেন, সর্ব ধর্ম নির্বিশেষে বহু মানুষ বড়দিনের উৎসবে এই চার্চে ভিড় করেন। যিশুখ্রিস্টের কাছে প্রার্থনা জানানোর পাশাপাশি মোমবাতি এবং কেক নিয়েও অনেকে উপস্থিত হন। বড়দিন উপলক্ষে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন তারা করেছেন। গত দু বছরে করোনা সংক্রমণের জেরে বড়দিনের উৎসব তেমনভাবে পালন করা সম্ভব হয় নি। তবে এবারে ধুমধাম করে এই উৎসব পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বড়দিনে সকল ধর্মের মানুষের জন্য প্রার্থনা করা হবে এমনটাই জানান তিনি।