এদিন প্রকাশ্য মঞ্চে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, "খারাপ কথা বলছে কে? - শুভেন্দু। খারাপ ভাবে বলছে কে? - শুভেন্দু। কিন্তু জেনে রাখবেন আসল বিষ কিন্তু দিলীপ ঘোষ। সিবিআই , ই ডি থেকে বাঁচতে অমিত শাহের কাছে থাকতে দিল্লি গেছে শুভেন্দু। চোর, ডাকাত, ব্ল্যাকমেলার, তোলাবাদ শুভেন্দু। কিন্তু দিলীপ ঘোষ ধর্মের নামে সুড়সুড়ি দিচ্ছেন। পুরনো বিজেপির পেছনে আছে আরএসএস। শুভেন্দু খারাপ কথা বলছে বলে, শুধু ওর উত্তর দেবো। আর দিলীপ ঘোষকে ছেড়ে দেবো তা নয়। দিলীপ ঘোষ কে যেখানে পাবেন, সেখানে ওকে অ্যাটাক করুন। আমি শারীরিক অ্যাটাকের কথা বলছি না। দিলীপ ঘোষ যেখানে যাবে সেখানে ওকে কালো পতাকা দেখান।"
মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের কর্মী সভা থেকে এমনটাই হুংকার তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের।