ভুটভুটি ও মোটর বাইক সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের। গুরুতর আহত হয়েছেন একজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে পুখুরিয়া থানার মাগুরা কুচিলা গ্রাম এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম আলী হোসেন (২০)। আহত আজাহার আলী বয়স (২১) সম্পর্কে তারা কাকু ও ভাইপো। তাঁদের বাড়ি সংশ্লিষ্ট থানার সম্বলপুর এলাকায়। জানা যায়, এদিন সন্ধ্যায় ভাইপো আলী কাকুকে মোটরবাইকে চাপিয়ে নিয়ে বাড়ি আসার পথে উল্টো দিক থেকে আসা একটি ভুটভুটি ওই মোটর বাইকে ধাক্কা মারে। তাতে আহত হয় মোটরবাইকে থাকা কাকু ও ভাইপো। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেইখানে দু'ইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক এদিন রাতে তাদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আনা হলে চিকিৎসক ভাইপো আলী হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে আজহার আলীর চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘাতক ভুটভুটির খোঁজ চালাচ্ছে পুলিশ।