গাজোল

মাথা কাটা দেহ উদ্ধারের ঘটনার তদন্তে ফরেনসিক দল

 

গাজোলে জাতীয় সড়কের ধারে মাথা কাটা দেহ উদ্ধারের ঘটনায় এবার তদন্তে এলো ফরেনসিক দল। এদিন জলপাইগুড়ি থেকে ফরেনসিক দল দেওতলা গ্রাম পঞ্চায়েতের ৫১২ নং জাতীয় সড়কের ধারে মাথা কাটা দেহ উদ্ধারের ঘটনাস্থলটি খতিয়ে দেখেন এবং বেশ কিছু নমুনা সংগ্রহ করেন।

    উল্লেখ্য, ঘটনার পর থেকেই দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছিল পুলিশ। পাহারায় ছিল পুলিশের দল। ঘটনার তদন্তে এদিন জলপাইগুড়ি থেকে আসে রিজিওনাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির তিনজনের একটি দল। প্রথমেই তারা যান যে জায়গায় দেহ পড়েছিল সেখানে। ধড় এবং মাথা যে জায়গায় পড়েছিল সেখান থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন তারা। দুর্ঘটনার পর যে গাছে গিয়ে গাড়িটি ধাক্কা মেরেছিল সেখান থেকেও বেশ কিছু নমুনা সংগ্রহ করেন। এরপর তারা যান দুর্ঘটনার পর যে পুকুর পাড়ে গাড়িটি রাখা হয়েছিল সেখানে। সব শেষে তারা আসেন থানায়। সেখানে খুঁটিয়ে পরীক্ষা করেন দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে। গাড়ি থেকেও বেশ কিছু নমুনা সংগ্রহ করেন তারা। যদিও ফরেনসিক তদন্ত নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি ফরেনসিক দলের সদস্যরা।