ছট পুজো উপলক্ষে রতুয়া ২ নং ব্লকের কালিন্দ্রী নদী সংলগ্ন একাধিক জায়গায় উপচে পড়লো ভক্তদের ঢল। বৃহস্পতিবার ছট ব্রতীরা কালিন্দ্রী নদী ঘাটে নেমে নিজেদের ব্রত পালন করেন।
আড়াইডাঙ্গা অঞ্চলের একাধিক জায়গায় কালিন্দ্রী নদীতে ছট উৎসবের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। নদীতে কোনরকম যাতে দুর্ঘটনা না হয় তার জন্য প্রশাসনের তরফে যথারীতি বিপর্যয় মোকাবেলা দপ্তরের তরফে নজরদারির ব্যবস্থা করা হয়েছিল। অন্যদিকে নিরাপত্তার বিষয়কে মাথায় রেখে পুকুরিয়া থানার পুলিশের তরফে যথারীতি নজরদারির ব্যবস্থা করা হয়। সব মিলিয়ে বিভিন্ন প্রান্তের মানুষ একত্রিত ভাবে ছট উৎসবে মেতে ওঠেন।