কালিয়াচক

রাত পেরোলেই বড়দিন, কেকের পসরা সাজিয়ে জোর কদমে চলছে কেনাবেচা

বড়দিনের উৎসব মানেই কেকের সম্ভার। আর সেই কেকের পসরা সাজিয়ে কেনাবেচা শুরু করেছেন পুরাতন মালদা পুরসভা এলাকার বিভিন্ন দোকানিরা। বিভিন্ন স্বাদের কেক নিয়ে হাজির হয়েছে পুরাতন মালদা মঙ্গলবাড়ী এলাকার বিভিন্ন বেকারির ব্যবসায়ীরা। আর সেই কেক চেখে দেখতেই ভিড় করছেন ক্রেতারা। বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে নলেন গুড়, ছানা, ভেজ ও ননভেজ কেক। ৮০ থেকে ৫০০ টাকা পর্যন্ত দামের কেকের পসরা সাজিয়ে শুরু হয়েছে বেচাকেনার তৎপরতা। 

কেক বিক্রির চাহিদাও রয়েছে বলে জানিয়েছেন পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ী এলাকার বেশ কয়েকটি বেকারির মালিকেরা। যদিও তারা সারা বছরই বাড়িতে কারিগড়ের মাধ্যমেই কেক বানিয়ে থাকেন। স্বাদে গুণ ভরপুর কেক কিনতে এখন পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ী এলাকার বিভিন্ন জায়গায় ক্রেতারা ভিড় জমিয়েছেন। পাশাপাশি স‍্যান্টা ক্লজের টুপি, বড়দিনের সাজ সজ্জার জন্য বিভিন্ন ধরনের ফুল ইত্যাদি কেনাকাটা করতে দেখা গেল সাধারণ মানুষকে।