মালদা

স্বাধারন মানুষের সেবায় বেহুলা নদীর ধারে শশ্বানে নতুন চিতার উন্মোচন

পুরাতন মালদার মঙ্গল বাড়ির বেহুলা নদীর ধারে শশ্বানে এক চিতার উন্মোচন হয়ে গেল রবিবার. স্বাধারন মানুষের অনেক দিনের দাবি থাকা  সত্তেও  এখনো পর্যন্ত কোন চিতার ব্যবস্থা ছিলো না।তাই তাদের কথা মাথায় রেখে মালদা শহরের বাসিন্দা মধুসূধন সাহা তার মা ও বাবার স্মৃতির উদ্দেশে এই চিতা বানিয়ে দেয় সাধারন মানুষের জন্য। তিনি জানান তার মা ঊষারানী সাহা ও বাবা অমূল্য সাহা তাকে বলে ছিল এই শ্মশানে কিছু করে দেওয়ার জন্য। তাই তিনি তাদের স্মৃতির উদ্দেশে এই চুল্লি দান করলেন সাধারন মানুষের উদ্দেশে।