বিনোদন

৮ মাস ধরে স্কুলে দেখা মেলে না শিক্ষকের, বিক্ষোভের জেরে উত্তাল স্কুল চত্ত্বর

স্কুলে দেখা মেলে না শিক্ষকের। কারণ আট মাস ধরে স্কুলে আসছেন না একজন শিক্ষক। স্কুলে পর্যাপ্ত শিক্ষক না থাকায় কার্যত শিকেয় উঠেছে পড়াশুনা। আর ঠিক তারই প্রতিবাদে স্কুল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। শুক্রবার এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের কাঞ্চনতলা কামাত প্রাথমিক বিদ্যালয়ে। 

দফায় দফায় স্লোগান বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে স্কুল চত্ত্বর। স্কুলে তালা মেরে বিক্ষোভ চলতে থাকায় কার্যত স্কুল গেটের বাইরে দীর্ঘক্ষন দাঁড়িয়ে থাকতে হয় ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের।