মাদক পাচারকারীদের হাতেনাতে ধরে বড়সড় সাফল্য পেল বৈষ্ণবনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। জানা গেছে, মাদক নিয়ে নীল রঙের অ্যাপাচি বাইকে করে সাহাবানচকের দিক থেকে বৈষ্ণবনগর বাজারের দিকে আসছিল পাচারকারিরা। গোপন সূত্রে খবরের মোতাবেক বৈষ্ণবনগর থানার পুলিশের একটি দল সাদা পোশাকে বৈষ্ণবনগর গার্লস স্কুলের কাছে ওৎ পেতে বসেছিল। বাইকে করে পাচারকারিরা আসতেই তাদের আটক করে বৈষ্ণবনগর থানার পুলিশ। তাদের তল্লাশি নিতেই বেরিয়ে পড়ে দুটি থলিতে থাকা বেশকিছু পরিমাণ মাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুই যুবকের নাম রবিউল মিঞা এবং রুবেল ইসলাম। উভয়ের বাড়ি বৈষ্ণবনগর থানার অন্তর্গত ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তোক্কিটোলা গ্রামে। তাদের কাছ থেকে মোট ১৯১ গ্রাম মাদক উদ্ধার করেছে পুলিশ, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লক্ষ টাকা বলে জানা গেছে। ধৃত দুজনকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে।