কালিয়াচক

পুরাতন মালদহের রেল লাইন থেকে উদ্ধার যুবকের ছিন্নভিন্ন দেহ, চাঞ্চল্য এলাকা জুড়ে

সোমবার দুপুরে পুরাতন মালদার রেল ট্রেনিং স্কুলের কাছে বাগানপাড়া এলাকায় আপ রেল  লাইনের উপরে এক যুবকের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। এই দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, ছুটে আসে এলাকার লোকজন। যদিও নিহত ওই যুবককে সনাক্ত করা যায়নি। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। 

তবে এলাকাবাসী ধারণা ওই যুবকের বাড়ি আশেপাশেই রয়েছে কারণ রেললাইনের ধারে পড়ে রয়েছে তার পায়ের জুতো এবং লোকাল ব্র্যান্ডের একটি বিড়ির প্যাকেট, যা থেকে এলাকাবাসির অনুমান দুর্ঘটনায় মৃত যুবক নিকটবর্তী কোনো এলাকারই। 

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জিআরপি পুলিশ। প্রাথমিক তদন্তের পর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।