দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন যোগ প্রশিক্ষক তৈরি করতে উদ্যোগী পতঞ্জলি যোগ পীঠ। সেই উদ্যোগের অংশ হিসেবে গত একমাস ধরে বালুরঘাট বুড়িমা কালীর মন্দিরে যোগ প্রশিক্ষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল।
জানা গেছে এক মাস ব্যাপী এই যোগ প্রশিক্ষক প্রশিক্ষণ শিবিরে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার প্রায় ৮০ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন। নবীন-প্রবীণ বিভিন্ন বয়সের প্রশিক্ষকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মধ্যে দিয়ে শরীর মন সুস্থ রাখার পাশাপাশি এই যোগ প্রশিক্ষণের মধ্যে দিয়ে যে কর্মসংস্থানও তৈরি হতে পারে সেই বিষয়টিও এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে প্রকাশ্যে আসে।