পুরাতন মালদা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় সাহাপুর সেতু সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী ও শারদ সম্মান অনুষ্ঠান।
এদিনের বিজয়া সম্মিলনী ও শারদ সম্মান অনুষ্ঠানে পুরাতন মালদা ব্লকের ছয়টি অঞ্চলের প্রায় ৯০ টি পুজো কমিটিকে শারদ সম্মান তুলে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পাশাপাশি প্রত্যেক পুজো কমিটির উদ্যোক্তাদের সংবর্ধিত করা হয়। এদিনের এই অনুষ্ঠানে মালদার ঐতিহ্য গম্ভীরা শিল্পী দ্বারা নৃত্য এবং আদিবাসী নৃত্য পরিবেশনের মাধ্যমে অতিথিদের বরণ করা হয়।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন মহাশয়া। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য নেতা তথা রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়, ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ,ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম এবং তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষ, পুরাতন মালদা ব্লক তৃণমূলের সভাপতি নবেন্দু সেন সহ ছয়টি অঞ্চল হতে আগত তৃণমূল কংগ্রেস কর্মী ও পূজা উদ্যোক্তারা।
এদিনের বিজয়া সম্মিলিনীতেই তৃণমূল নেতৃত্বরা বিজেপিকে এক হাত নেন। নেতৃত্বরা জানান, এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠান দলের পক্ষ থেকে ঘটা করে হতো না। কিন্তু বিজেপি নেতারা কুৎসা করেছিল যে মমতা ব্যানার্জি বাংলায় দুর্গাপূজা হতে দিচ্ছেন না, বাধা দিচ্ছেন। কিন্তু আজ এই মমতা ব্যানার্জির জন্যই সারা পৃথিবীতে অর্থাৎ ইউনেস্কোতে স্থান পেয়েছে দুর্গাপূজা এবং রাজ্যের পুজো কমিটিগুলোকে ষাট হাজার টাকা করে অনুদান দিচ্ছেন মমতা ব্যানার্জি সরকার। তাদের কথায় বিজেপির কাজ হচ্ছে শুধু কুৎসা রটানো, মিথ্যা অপপ্রচার ও সম্প্রীতি নষ্ট করা। তাই এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠান থেকেই আগামী পঞ্চায়েত নির্বাচনে মমতা ব্যানার্জির পাশে থাকার আহ্বান জানান সকল তৃণমূল নেতৃত্ব।