পুরাতন মালদা

রাস্তার মাঝেই জামাইয়ের হাতে আক্রান্ত হলেন শ্বশুর! ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকাজুড়ে

জামাইয়ের হাতে আক্রান্ত শ্বশুর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরের নেতাজি মোড় এলাকায়। এই ঘটনায় ইংলিশবাজার থানার পুলিশ অভিযুক্ত জামাইকে আটক করেছে বলে জানা গেছে। আক্রান্ত ওই ব্যক্তির নাম দিলীপ সবজি। জানা যায়, গত ১০ মাস আগে জাকির হোসেনের সাথে বিয়ে হয় তার মেয়ে খুসবু খাতুনের। 

বিবাহ-বিচ্ছেদের মামলা চলছে মালদা জেলা আদালতে। সেই সূত্রে  মালদা এসেছিলেন দুই পক্ষ। অভিযোগ এই সুযোগে শহরের ব্যস্ততম নেতাজি মোড় এলাকায় শ্বশুরের ওপর আচমকাই হামলা করে জামাই। ঘটনায় গুরুতর ভাবে আহত হয় শ্বশুর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশবাজার থানার পুলিশ।