রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানীর গাড়ি দূর্ঘটনা। মালদা জেলার ৩৪ নং জাতীয় সড়কে দূঘটনাটি ঘটে। গাড়িটি মালদা টাউন স্টেশনের উদ্দেশ্য আসছিল। কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেসে কৃষ্ণ কল্যানী মালদা টাউন স্টেশনে নামেন। তাকে পিক অ্যাপ করতেই আসছিল গাড়িটি।
পিছন থেকে গাড়িটিকে ধাক্কা মারে একটি লরি। অনুমান করা হচ্ছে গাড়ি দূঘটনার মাধ্যমে কৃষ্ণ কল্যানীকে খুনের ছক কষা হয়েছিল। তবে তিনি গাড়িতে না থাকায় কোন অঘটন ঘটে নি।
আহত হয়েছেন বিধায়কের নিরাপত্তারক্ষীরা। দূঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।