উত্তরদিনাজপুর

বালুরঘাটে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ

দ্রুত নতুন স্কুল সার্ভিস পরীক্ষার নোটিফিকেশন প্রকাশের দাবিতে মিছিলসহ অবস্থান বিক্ষোভ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। এদিন বালুরঘাটে ওয়েস্ট বেঙ্গল এস এল এস টি ক্যান্ডিডেট'স অ্যাসোসিয়েশন দক্ষিণ দিনাজপুর শাখার পক্ষ থেকে চাকুরী প্রার্থীরা বালুরঘাট নারায়নপুর থেকে জেলাশাসকের দপ্তর পর্যন্ত একটি মিছিল করে আসে এবং জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করে।

নতুন করে স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন প্রকাশের দাবির পাশাপাশি স্কুল গুলিতে অস্থায়ী শিক্ষক নিয়োগ বন্ধ ও স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া চালু করার  দাবিতে দক্ষিন দিনাজপুর জেলায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি এস‌এসসি সার্টিফিকেট এবং শিক্ষামন্ত্রীর জারি করা নির্দেশের কপির কাগজ পত্র পোড়ালো ওয়েস্ট বেঙ্গল এস এল এস টি ক্যানডিডেট'স অ‍্যাসোসিয়েসন।

তাদের দাবি অবিলম্বে নতুন নোটিফিকেশন ঘোষনা করতে হবে, এছাড়াও আগামী ডিসেম্বর মাসের মধ্যে স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। পাশাপাশি অবিলম্বে স্কুল গুলিতে অস্থায়ী শিক্ষক নিয়োগ বন্ধ করতে হবে। এরপর বিক্ষোভকারিরা শিক্ষামন্ত্রীর জারি করা নির্দেশের কপির কাগজ পত্র পুড়িয়ে তাদের ক্ষোভ জানান। এদিন মিছিল ও বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি তারা তাদের দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেন।