ইংরেজ বাজার

বাল্যবিবাহ এবং জন্মনিয়ন্ত্রণ সম্পর্কিত এক আলোচনা শিবির আয়োজিত হল হবিবপুরে

 

 

হবিবপুর ব্লক স্বাস্থ্য দপ্তর, পুলিশ প্রশাসন ও শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার দুপুর বেলা  হবিবপুর নিউ ইন্ট্রিগ্রেটেড গভর্মেন্ট হাইস্কুলের ছাত্রছাত্রীদের  নিয়ে স্কুলের সভাকক্ষে বাল্যবিবাহ ও জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এলাকায় বাল্য বিবাহ ঠেকাতে পুলিশকে জানাতে পুলিশের নাম্বার ছাত্রীদের প্রেরণ করা হয়। 

উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নবনীতা মিত্র, নিউ ইন্ট্রিগ্রেটেড গভর্মেন্ট হাইস্কুলের হবিবপুর টিচার্স ইনচার্জ বিনীত চক্রবর্তী, স্কুলের অন‍্যান্য শিক্ষক শিক্ষিকাসহ স্থানীয় আইসিডিএস কর্মীবৃন্দ।