Flash News
News add
News
Image

করোনা সংক্রমণের জেরে বিরাটদের প্রস্তুতি শিবির বাতিল করতে চলেছে বিসিসিআই

News add

সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের আগে ভারতীয় দলের প্রস্তুতি শিবির সম্ভবত হচ্ছে না। দেশে করোনা সংক্রমণ প্রতিদিন বেড়ে যাওয়ায় এমনই সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই৷ এই মুহূর্তে আহমেদাবাদে প্রস্তুতি শিবির করাটাও ঝুঁকিপূর্ণ মনে করছে বোর্ড। তাই বিরাটদের প্রস্তুতি শিবির বাতিল করতে চলেছে বিসিসিআই৷

 

করোনাভাইরাস মহামারীর কারণে মার্চ থেকে ক্রিকেট বন্ধ রয়েছে সারা দেশে৷ ইংল্যান্ডের মাটিতে চলতি মাস থেকে আন্তর্জাতিক ক্রিকেট চালু হলেও ভারতের মাটিতে তা এখনও অসম্ভব৷ যে কারণে বোর্ডে চলতি বছর আইপিএল বিদেশের মাটিতে অর্থাৎ আরব আমিরশাহীতে করার সিদ্ধান্ত নিয়েছে৷ কিন্তু তার আগে চার মাস ঘর বন্দি থাকা ক্রিকেটারের জন্য প্রস্তুতি শিবিরের কথা ভেবেছিল সৌরভ অ্যান্ড কোং৷ কিন্তু তাও বাতিল হতে চলেছে৷ সম্ভবত রবিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকেই তা ঠিক হয়ে যাবে৷

 

এই প্রস্ততি শিবির হওয়ার কথা ছিল গুজরাতের নবনির্মিত মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে৷ কিন্তু গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনে তরফে জানা গিয়েছে বোর্ডের কাছ থেকে তারা এখনও কোনও নির্দেশ পায়নি৷ যদিও বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিল এর আগে কন্ডিশনিং ক্যাম্পের জন্য মোতেরা স্টেডিয়ামে শূন্য করেছিল।

 

পিটিআই-কে নাম প্রকাশ না করার শর্তে একজন জিসিএ কর্মকর্তা জানিয়েছেন, যে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে ১৮ অগস্ট থেকে ক্যাম্প শুরু হওয়ার কথা৷ যা চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত৷ তবে বিসিসিআই থেকে এখনও পর্যন্ত জিসিএ কোনও আনুষ্ঠানিক তথ্য পায়নি। বায়ো-সিকিওর পরিবেশে একটা সপ্তাহ দু’য়েকের প্রস্তুতি শিবির করবেন বিরাটরা। তারপর সেখান থেকে নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে উড়ে যাবেন আমিরশাহী। মাল্টি-সিটি ভ্রমণকারী খেলোয়াড়রা এই বর্তমান পরিস্থিতিতে আরও বেশি স্বাস্থ্য ঝুঁকির মুখোমুখি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে৷ তাই এই মুহূর্তে শিবিরটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷ সংগৃহীত........

News add
লাইফ স্টাইল