Flash News
News add
News
Image

ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল

News add

আগামী বছর ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল৷ বুধবার এমনটাই জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড৷ সিরিজ শুরু হবে ৪ অগস্টে৷ আর শেষ টেস্ট ১৪ সেপ্টেম্বর৷

 

পাঁচ টেস্টের সিরিজের ম্যাচগুলি হবে যথাক্রমে ট্রেন্ট ব্রিজ, লর্ডস, হেডিংলি, দ্য ওভাল এবং ওল্ড ট্র্যাফোর্ডে৷ প্রথম টেস্ট ম্যাচটি হবে নটিংহ্যামে৷ আর শেষ টেস্ট ম্যাচটি হবে ম্যাঞ্চেস্টারে৷ ইসিবি-র তরফে অফিসিয়াল বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়েই পুরুষদের আন্তর্জাতিক গ্রীষ্ম শেষ হবে৷’

 

২০২১ সালে ক্রিকেটের পুরুষ ও মহিলা আন্তর্জাতিক সিরিজের ঘোষণা করে ইসিবি৷ ভারত ছাড়াও ইংল্যান্ড খেলবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন মাচের ওয়ান ডে সিরিজ এবং পাকিস্তান তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ইংল্যান্ড৷

 

তবে ইংল্যান্ড পরবর্তী গ্রীষ্মের অ্যাশেজ সিরিজের সূচি এখনও প্রকাশ করেনি৷ ইসিবি চিফ একজিকিউটিভ অফিসার টম হ্যারিসন এক অফিসিয়াল বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘এই গ্রীষ্মটা আমাদের দারুণ আন্তর্জাতিক ক্রিকেট গিয়েছে৷ বেশ কিছু স্মরণীয় পারফরম্যান্স দর্শকরা বাড়িতে বসেও উপভোগ করেছে৷ আমরা আগামী বছরেও বড় আন্তর্জাতিক গ্রোগামের দিকে তাকিয়ে রয়েছি৷ যার মধ্যে রয়েছে ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ৷’ সংগৃহীত..........

News add
লাইফ স্টাইল