Flash News
News add
News
Image

বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস ট্রেনিং শুরু করলেন ‘হিটম্যান’!

News add

আইপিএল খেলার সময় চোট পাওয়ায় প্রথমে অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দলে জায়গা হয়নি৷ কিন্তু পরে রোহিত শর্মাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে রাখেন নির্বাচকরা৷ তবে এর জন্য রোহিতকে বোর্ডের ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে৷ বৃহস্পতিবার বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস ট্রেনিং শুরু করে দিলেন ‘হিটম্যান’৷

 

হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে আইপিএল চ্যাম্পিয়ন করিয়ে নিজের ফিটনেস প্রমাণ দিয়েছেন৷ তবে বিরাটদের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাননি রোহিত৷ ওয়ান ডে ও টি-২০ সিরিজের দল না-থাকায় তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়৷ আইপিএল শেষে কয়েক দিনের বিশ্রামের পর ট্রেনিং করতে নেমে পড়েন রোহিত৷

 

আইপিএলে লিগের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ের চোট পান রোহিত৷ ফলে লিগের দ্বিতীয় পর্বের বেশ কয়েকটি ম্যাচে মাঠে নামতে পারেননি৷ কিন্তু নিজেকে ফিট ঘোষণা করেন লিগের শেষ ম্যাচে মাঠে নামেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক৷ তারপর প্লে-অফ এবং ফাইনালে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন ‘হিটম্যান’৷ ফাইনালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬৮ রানের ইনিংস খেলে দলকে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন করেন রোহিত৷

 

অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টের পর ক্যাপ্টেন বিরাট কোহলির দেশে ফেরার সিদ্ধান্তের পর রোহিতকে টেস্ট সিরিজের দলে নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেন নির্বাচকরা৷ প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতে বোর্ডের কাছে ছুটির আবেদন করেছিলেন বিরাট৷ বোর্ড সেই আবেদনে সাড়া দিয়ে বিরাটের ছুটি মঞ্জুর করে৷

 

বুধবার টিম ইন্ডিয়ার সিনিয়র পেসার ইশান্ত শর্মাও চোট সারিয়ে জাতীয় অ্যাকাডেমিতে রি-হ্যাবে রয়েছেন৷ তিনিও প্রধান নির্বাচক সুনীল জোশী ও এনসিএ প্রধান রাহুল দ্রাবিড়ের তত্ত্ববধানে বোলিং করেন৷ সংগৃহীত.........

News add
লাইফ স্টাইল