Flash News
News add
News
Image

জেমস অ্যান্ডারসনের অবসর নিয়ে জোর জল্পনা!

News add

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরে অবসর নিতে পারেন জেমস অ্যান্ডারসন। এমনই খবর দিলেন প্রাক্তন ইংল্যান্ড ফাস্ট বোলার স্টিভ হার্মিসন। বর্তমানে ইংল্যান্ডের পেস আক্রমণের অন্যতম অস্ত্র তিনি। তাঁর বুড়ো হাড়ে ভেলকিতে কুপোকাত হয়ে যাচ্ছে ভারতীয় ব্যাটিং।

 

৩৯ বছর বয়স অ্যান্ডারসনের। ইতিমধ্যেই টেস্টে ৩০০-রও বেশি উইকেট নিয়েছেন তিনি। তাঁর সঙ্গে আছেন স্টুয়ার্ট ব্রড। তিন নম্বরে ২২৯ উইকেট নিয়ে আছেন ফ্রেড ট্রুম্যান। দীর্ঘদিন ধরেই তাঁর অবসরের জল্পনা চলছে। তবে তিনি জানিয়েছেন যতদিন খেলাটাকে উপভোগ করবেন ততদিন খেলে যাবেন। এবার হার্মিসনের মন্তব্যে জল্পনা বাড়ল। তবে এই নিয়ে এখনও অ্যান্ডারসন কিছু বলেননি। সংগৃহীত.........

News add
লাইফ স্টাইল