পুলিশের গাড়ি দুর্ঘটনায় মৃত তিন সিভিক ভলেন্টিয়ারের দেহ ফিরে এল তাদের বাস ভবনে। আর বাস ভবনে দেহ নিয়ে আসার আগেই কালিয়াচক থানায় ফুল দিয়ে ওই তিন সিভিক ভলেন্টিয়ারকে শেষ শ্রদ্ধা জানালেন পুলিশ আধিকারিক থেকে তাদের সহকর্মীরা।
জানা গিয়েছে, আসামী ধরে ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়ে কালিয়াচক থানার একটি পুলিশের গাড়ি। কালিয়াচক থানার ডাঙা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ঘটনাটি ঘটে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতরা হল পঙ্কজ মন্ডল (৩০), ওবাইদুর শেখ (৩৫) ও ইবনাউল শেখ (৩০)। প্রত্যেকেই কালিয়াচক থানার সিভিক ভলেন্টিয়ার। জখম হয়েছে গাড়ি চালক সহ আরো ছয় জন।
এদিকে এদিন বিকেলে তিন সিভিক-এর মরদেহ নিয়ে আসা হয় কালিয়াচক থানায়। সেখানে পুলিশ কর্তারা ফুলের তোড়া দিয়ে সম্মান জানানোর পর এক মিনিট নীরবতা পালন করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার আনিশ সরকার, ডিএসপি প্রশান্ত দেবনাথ, কালিয়াচক থানার আইসি আশিস দাস, বিধায়ক সাবিনা ইয়াসমিন, পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান। শ্রদ্ধা জানানোর পরে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।